এই যে মাটি, এই যে জল - ১
(খসড়া...?)
এই যে মাটি, এই যে কাদা, এই যে জল!
তোরা কে কেমন আছিস ভাই, বল!
এই যে সোনা হাসের ছানা,
এই যে তিরতির জল-ভরা-পুকুর,
এই যে তিতির, এই যে পাখি,
এই যে মেঘ, এই যে বাদল!
ঠিক ঠিক আছিস কিনা - বল দেখি ভাই, বল!
এই যে ঝুম বৃষ্টি, এই যে কল কল জলের ধারা,
এই যে মাঠ, এই যে প্লাবন,
এই যে আকাশ, এই যে শ্রাবণ!
বল দেখি ভাই - এই যুগের আগে,
তোরা কে ছিলি কোন, কেমন কেমন ?
ভাসিয়ে নিতি কি শ্যামের মতোন...?
পেতাম কিনা ওই রাধার যতন...?
......
......
......
......
এই যে মাটি, এই যে কাদা, এই যে জল!
আমি কোন নিরুদ্দেশে যেদিন যাবো চলে-
আমাকে মনে কি পড়বে তোদের বল ???
(খসড়া...?)
এই যে মাটি, এই যে কাদা, এই যে জল!
তোরা কে কেমন আছিস ভাই, বল!
এই যে সোনা হাসের ছানা,
এই যে তিরতির জল-ভরা-পুকুর,
এই যে তিতির, এই যে পাখি,
এই যে মেঘ, এই যে বাদল!
ঠিক ঠিক আছিস কিনা - বল দেখি ভাই, বল!
এই যে ঝুম বৃষ্টি, এই যে কল কল জলের ধারা,
এই যে মাঠ, এই যে প্লাবন,
এই যে আকাশ, এই যে শ্রাবণ!
বল দেখি ভাই - এই যুগের আগে,
তোরা কে ছিলি কোন, কেমন কেমন ?
ভাসিয়ে নিতি কি শ্যামের মতোন...?
পেতাম কিনা ওই রাধার যতন...?
......
......
......
......
এই যে মাটি, এই যে কাদা, এই যে জল!
আমি কোন নিরুদ্দেশে যেদিন যাবো চলে-
আমাকে মনে কি পড়বে তোদের বল ???
(অসমাপ্ত .... এই জীবনের মতোই...) ...
(বার্ড, কুমিল্লা, ২২শে জুন, ২০১৪)
(বার্ড, কুমিল্লা, ২২শে জুন, ২০১৪)
No comments:
Post a Comment