Friday, April 6, 2007

ভূতগ্রস্ত

ভূত-শব্দ-কনিকা

. আমি তো --
ভূতের মত কালো,
. আমি তাই --
ভূতের সাথেই থাকি ভালো ।।

. আমি কি --
ভূতের মত কালো ?
. যে আমি --
ভূতের সাথেই থাকবো ভালো ??


ভূতগ্রস্ত-১
শব্দের ভূত, নাকি কবিতার ভূত;
চেপেছে আমার মাথায় ?
কিছুতেই মন বসে না, শুধুই শব্দের অবয়ব খুঁজি।
অর্থবহ অর্থের আগমনী সব কাজ রেখে,
অথর্ব বৃদ্ধ হয়ে বসে আছি শব্দের অপেক্ষায়।

হায় মাতা সরস্বতী, বস মা আমার শাখায়।
কেউ বুঝে না বুঝুক, তুমি কি বোঝো না ?
যে আমি নিস্তব্ধ মধ্য রাতে, হতাশার খরস্রোতা নদীতে,
নিঃশব্দ আর্তনাদে খুঁজি শব্দের সমূহ শুশুক ।।

No comments: