Thursday, October 3, 2013

আগারগাঁও গোরস্থান - ১

আগারগাঁও গোরস্থান - ১

বেশ প্রশস্ত রাস্তার ধারে প্রবীন নিবাসের ওপারে
খুব ছায়াময় গাছ-গাছালির নিচে যেন চুপটি করে
লুকিয়ে ছিল এতগুলো বছর! আমি দেখতে পাইনি
মোটেও - এত এতদিন! অথচ কত কত চাঁদের রাতের
মায়ায় এই পথে আমি হেঁটে গেছি একা ও অন্য কারো
সাথে!
সেদিন যেন হঠাত ঘুম ভাঙ্গলো মসজিদটির
পাশেই -- গোরস্থানে কারা যেন নিয়ে এলো লাশ!

ফরজে কিফায়া পালনে আত্মীয় অনাত্মীয় আরো আরো অনেকে
এসেছে ছোট খোলা ট্রাকে দাঁড়িয়ে! শুধু মসজিদ নিরুত্তর -
আর শুন শান শুয়ে আছে এই একা গোরস্থান! ওপারে প্রবীণেরা
দিন গুনে চলে কবে হবে এই তরু ছায়া তলে অন্তিম চির শয়ান!

গোরস্থান যেন তার-ই অপেক্ষায় থাকে; আর যেন আমাকেও
হঠাত দেখে কিছুটা কাছে ডাকে! আমি যদিও মোটেও প্রস্তুত নই
এখনই কোনো প্রস্থানে! ...

No comments: