ফুলমুন, ফুলমুন - ১
ফুলমুন, ফুলমুন - তুমি
করো কেনো ধুনফুন ?
এতো রাত তক জাগিয়ে
রাখো - তাড়াও চোখের ঘুম!
ফুলমুন, ফুলমুন!
জোয়ার জাগাও সাগরেতে
বাঞ্ছা করি তোমায় পেতে!
তোমার আলোর মায়াবীতে
যাদুর শহর পাড়ি দিতে
ঘর ছেড়ে হই - লুন!
ফুলমুন, ফুলমুন!
ফুলমুন, ফুলমুন - তুমি
করো কেনো ধুনফুন ?
এতো রাত তক জাগিয়ে
রাখো - তাড়াও চোখের ঘুম!
ফুলমুন, ফুলমুন!
জোয়ার জাগাও সাগরেতে
বাঞ্ছা করি তোমায় পেতে!
তোমার আলোর মায়াবীতে
যাদুর শহর পাড়ি দিতে
ঘর ছেড়ে হই - লুন!
ফুলমুন, ফুলমুন!
গৌতম দাদু বুদ্ধ হলো
রাহুল ছেড়ে পালিয়ে গেলো!
তোমার নেশায় মহুয়া পেলো
জীবন জগত শুদ্ধ হলো - শুন!
ফুলমুন, ফুলমুন!
ফুলমুন, ফুলমুন - তোমার
এত্তো গুলা গুণ?
সবাই ছুটে তোমার টানে
পান করে চায় তোমার পানে
তাদের মাথায় চাপাও খুন!
ফুলমুন, ফুলমুন!
এত্তো গুলা গুণ?
সবাই ছুটে তোমার টানে
পান করে চায় তোমার পানে
তাদের মাথায় চাপাও খুন!
ফুলমুন, ফুলমুন!
ফুলমুন, ফুলমুন - তুমি
কবির মুখ করো যে চুন!
শব্দেরা সব পালিয়ে গেলো
ছন্দ এলো ছন্দ গেলো
কবির নেইতো কোনো গুন!
ফুলমুন, ফুলমুন!
No comments:
Post a Comment