Wednesday, December 10, 2014

'এক', 'দুই', ... আর তুই ! - ১

'এক', 'দুই', ... আর তুই ! - ১ 
----------------------------------- 
'এক'-এর সঙ্গে 'এক' মিশে যায়, 
'দুই'-এর সঙ্গে 'দুই'; 
সঙ্গে থাকার কথা দিয়ে - রাখলি না তো তুই! 

'তিন'-এর মধ্যে 'তিন' ঢুকে যায়,
'চার'-এর মধ্যে 'চার'; 
জীবন-বাজী খেলতে গিয়ে - 
খাচ্ছি শুধু মা'র! 

'পাঁচ'-এর পাশে 'পাঁচ' বসে যায়, 
'ছয়'-এর পাশে 'ছয়'; 
তোর সঙ্গে আবার কথা - 
এই জীবনে নয়! 

'সাত'-এর সুরে 'সাত' উড়ে যায়, 
'আট'-এর সুরে 'আট'; 
হারিয়ে তোকে ঘুরছি আমি - 
শুধুই মাঠ আর ঘাট! 

'নয়'-এর নায়ে 'নয়' চড়ে যায়, 
'দশ'-এর দশায় 'দশ'; 
হারানো জীবন ছিলাম আমি - 
তোর কথাতেই বশ! 

এক পাগলীকে - ১

পাগলী, তোমাকে নিয়ে কি কিছু মুগ্ধ তীব্র সময় -
এই ধরো, মাঝে সাঝে কিছু কিছু ক্ষণ ? -
-- কাটানো যাবে, আরো কিছু যাপনের আগামী জীবন ?? ...
(প্রেরণা: "পাগলী, তোমার সঙ্গে…" – জয় গোস্বামী এবং কোন এক "পাগলী" স্মরণে ...)

(৯ই ডিসেম্বর, ২০১৪)

অহং ও ঈর্ষা - ১

অহং ও ঈর্ষা - ১
-------------------
হায়রে অহং!
হায়রে ঈর্ষায় কাতর মন!
তুই কতো কিছু করবি ভেবে ভেবে
কিন্তু কিছুই আজতক না করে -
অন্য কারো কতো কিছু করা দেখে-
ঈর্ষা আর হতাশায় কাটিয়ে দিলি বুঝি-
এই নিরর্থক শূন্য জীবন!!


(৬ই ডিসেম্বর, ২০১৪)

Light Beckons - 1

Light Beckons - 1

... And there shall be light!
After all the sadness and darkness!
The face of Human race will be bright!
Beyond the Doom's day and all madness!! ...

(3rd December, 2014)
 

Adieu! the Painter! - 1

Adieu! the Painter! - 1
(In memory of the great painter Prof. Quaiyum Chowdhury)

You painted Love, Life, Music and Bangladesh all your Lifelong...!
The Music, the great grand magical potion...
That you drank until your last breath...!
The Show must go on...
As you always believed in Life and Motion....!
Sir, you made a great grand musical exit...
Amidst thousands of fellow countrymen...
Amidst passionate Music Lovers like you ...
Spending sleepless nights ignoring physical boundaries...
Only to drink the magical music potion to transcend to other Lives...!

Only a real hero, a real maestro,
Such an exit... thus perform...!
Adieu dear Sir! Adieu to you!
May you live happy in the other lives...
Forever with all the grand music...!
But here, we will miss you forever...!

(1st December, 2014)

Cheer-Leader's Rhyme - 1

Cheer-Leader's Rhyme - 1

Nip, nip, nip in the bud -
Your worries!
Grip, grip, grip in your heart -
Your glories!
Share, share, share to inspire -
Your stories!
Flare, flare, flare up in the sky -
With your 'fairies'!
Dare, dare, dare to dream high -
With your queries!
Grow, grow, grow up you - Kid!
Defeating the 'wild berries'!


(22nd November, 2014)

মৃতবৎসা কবি ও কবিতারা - ১

মৃতবৎসা কবি ও কবিতারা - ১
----------------------------------
বোবা শব্দগুলো বার বার দরজায় এসে
ফিরে ফিরে যায়-
কি জানি কেমন জামা কাপড় পরা হলো,
চুলগুলো ঠিকঠাক বাঁধা হলো কিনা,
মুখের প্রসাধন, চোখের চাহন, বুকের বাঁধন আরও নানা সাতকাহন
সময়ের সাথে ঠিক ঠাক গেলো কিনা - এই চিন্তায়
আমার বোবা শব্দেরা, কতো কতো অধরা 'কবিতা'-রা
হারায় কীর্তিনাশা সময়ের অনন্ত স্রোতে!

ভিতরের যেই যেই কথাগুলো বলি বলি করে
আর বলা হলো না, সেই সেই কথাগুলো
যদি পই পই করে একদিন সারাদিন জলের কল ছেড়ে দেয়া
অবিরাম ধারার মতো বের হয়ে যেতো -
যদি আকাশ থেকে মেঘের প্রপাত নেমে আসতো
যদি পূর্ণিমার রাতে ধেয়ে যাওয়া মায়াবী ঘাই হরিণীদের
দল নেমে আসতো আমার অবিনাশী শব্দমালায়!
আশৈশব গুরু মধুসূদন কি আদৌ প্রসন্ন হবেন
এমন কম মেধাবী, অল্প পরিশ্রমী শব্দ-শ্রমিকের প্রতি?
বাঙালীর প্রাণের ঠাকুর কি ঠাট্টায় হো হো হেসে উঠবেন?
শুদ্ধ কবিতার শুদ্ধতম কবি জীবনানন্দ? আল মাহমুদ?
আরো আরো নানা গুরু কবি গুণীজন, মহাজন - অতীত ও বর্তমান?
তবে কি কথা ঠিক ঠিক বলা হলো কি হলো না
এই ভাবনা পাশে রেখে শুধু বলে বলে চলে যাওয়া?
লেখা হলো কি হলো না এই বিষম চিন্তায় নির্ঘুম না
থেকে শুধু লিখে লিখে চলে চলে যাওয়া?
... ... ...