Saturday, August 4, 2012

জড়জীবন – ১ (Still Life - 1)

(by Fokhruz Zaman on Friday, September 30, 2011 at 1:12am · from my FB Notes...)


পরের কোন জীবনের যমুনা-ঝাঁপানো-সঙ্গিনী,
মদ্যপদের শোরগোলে হঠাৎ তোমার কন্ঠ আমি চিনিনি।
ফোনে বার কয়েক জন্মান্তরের অধিকারে "আমি" শব্দ বলে গেলে তুমি।
তবুও না চেনায় ---
শেষমেষ কিছুটা বিরক্ত হতাশ হয়ে বললে নিজের নামটি - র----!

এদিকে মদ্যপ মত্ত হাতিদের আদিম স্থূলতায় ---
অসহায় গায়িকার সুর-সঙ্গীত-সম্মান সব ভেসে ভেসে যায়!
তোড়া-তোড়া নোটের চোটে, অসুরেরা কেনে সুর-সুধা-রসের টিকেট;
কান-ফাটানো মিউজিক-ড্রাম, রাম-ভদকা আর টি-টুয়েন্টি-ক্রিকেট!

কোষে কোষে ভেসে আসা দূর আলাপনে তুমি এসে এক লহমায় ---
নষ্ট মানুষের বেষ্টনী থেকে নিয়ে চলো ---
আমাদের আকাঙ্খিত পরজন্মের চির-যমুনায়।।

মেয়েটি - ২

(by Fokhruz Zaman on Thursday, September 22, 2011 at 4:24pm · )

মেয়েটি বোকার হদ্দ, মেয়েটি জানে না –-
এখন ---
যে-যার জীবন যাপনে ব্যস্ত, কারো কথা --
কেউ তো শোনে না।
হঠাৎ পৃথিবী কেঁপে ওঠে, ভয়ার্ত সবাই –
ত্রস্ত, দ্রুত পায়ে পালাই – পালাই।

কি হবে প্রসূতিকে দেখে, যখন প্রলয় নেমে আসে?
মৃত্যূর সংকেতে জন্মের কি বা প্রয়োজন?
কি হবে চিকিৎসার প্রতিজ্ঞায়, কি হবে হিপোক্রিটাসে?

বোকা-শোকা নার্স মেয়ে, তুই পড়ে থাক্!
নামী-দামী ডাক্তার, নিজেদের অমূল্য জীবন বাঁচাক!
প্রতিটা জীবন অমূল্য, কে বলেছে তোকে ?
প্রতিদিন মূল্যহীন, এই দেশে মরে কত লোকে!

তবু ভূমিকম্পও যেন হার মেনে নিল, মেয়েটির কাছে--
প্রসূতি রক্ষার প্রতিজ্ঞায়, সে থেকে গেল পিছে।
আর তাতে ---
বোকা-গাধা মেয়েটির মনে হলো সেটাই স্বাভাবিক --
যা করেছে সে!

আর আমিও কেমন গাধাস্য-গাধা, দেখো –-
কেবল অবিরল –
মেয়েটির বীরত্ব-গাঁথা পড়ে, ফেলে চলি –
আমার মূল্যহীন চোখের জল।।

মেয়েটি - ১

(by Fokhruz Zaman on Tuesday, September 20, 2011 at 8:49pm from my FB account)


মেয়েটি মোটামুটি - দেখতে মোটার দিকেই,
ছেলেটি বসেছিল একই সাথে খেতে - সামনেই।
পাত পেতে বসে, পাতে বেড়ে দিতে - দুজনেই,
জোরাজুরি করে বিপ্রতীপ দিকে - দুজনার।

নতুন চেনার কথা-কথা মালা, বুনে চলে দুই জনে মিলে,
নতুন দেখার আবেশী দুই-জোড়া চোখ, দুই জনে চেখে নিতে চায়।
ছেলেটি কথা বলে যেন একমনে - মেয়েটির দিকে স্থির চেয়ে থেকে --
কয় ভাই-বোন, কয়টা স্বজন, কে থাকে কোথায়, কাজের ধরন----।
মেয়েটি শোনে যেন বহুমনে - আলতো আঙ্গুলে চুল ঠিক করে, চিবুক হাতে চারদিকে চায়--
চোখ বড় রেখে হেসে হেসে যায়, চারপাশে যেন তার মোহন বিলায়---।

কি যেন এক কষ্টের কথায়, মেয়েটি এক গভীর তাকায়----
ঝংকৃত সুর অপরূপ হয় --
যেন এক কন্যা-সুন্দর মায়াবী আলোয়,
মোটামুটি মেয়েটি অপরূপ হয় - এক লহমায়।।

দ্বন্দ্ব - ধন্দ - ১


দ্বন্দ্ব - ধন্দ - ১
(ঢাকা, ৭ আষাঢ়, ১৪১৮; ১৮ রজব, ১৪৩২; ২১ জুন, ২০১১)

এতো তথ্য – এতো উপাত্ত –
কোনটি মিথ্যা - কোনটি সত্য ?

কোনটি সোজা - কোনটি গোঁজা - কোনটি দিলেন নাসির হোজা ?
কোনটি বড় - কোনটি ছোট - কোনটি নিয়ে ঘটো-মটো ?
কোনটি চলে - কোনটি বলে - কোনটি লেখা দারুন ছলে ?

কোনটি ডানে - কোনটি বামে - কোনটি হলে মিছিল নামে ?
এতো তথ্য – এতো উপাত্ত –
কোনটি মিথ্যা - কোনটি সত্য ?


এতো বুদ্ধি - এতো জীবি - এতো এতো বুদ্ধিজীবি!
এতো বিশেষ - এতো অজ্ঞ - এতো এতো বিশেষজ্ঞ!
এতো গোঁ-গোঁ –এতো এষণা - এতো এতো গবেষণা!

যুক্তি আসে - যুক্তি নাশে - মফিজেরা তাকাই ত্রাসে!
কোনটি ছোঁব - কোনটি নেবো - কোন দিকে যে রাস্তা পাবো!
এতো তথ্য – এতো উপাত্ত –
কোনটি মিথ্যা - কোনটি সত্য ?

Face 2 Face

(by Fokhruz Zaman on Monday, May 9, 2011 at 12:24am · from my FB Account..)

Face-2-Face,
Katha Holona Shesh!
Rickshawer Resh,
Path Holo Shesh!
Achi bote besh,
Face-2-Face!

Kam-Jaga Besh,
Mohoniyo Kesh!
Chule Hoto Besh,
Face-2-Face!

Dekhley Mesh,
Shob Katha Shesh,
Face-2-Face!

Kannar Resh,
Prodiper Shesh,
Face 2 Face ? 

ঠাকুর, তোমাকে প্রণাম

(by Fokhruz Zaman on Sunday, May 8, 2011 at 11:36pm from my FB Account...)

অনেক ঘুরে ঘুরে,
থেকে দূরে দূরে---

হঠাৎ থেমে দেখি-

চখা-চখির মতন,
জীবন-যাপন সুরে,
ঠাকুর,
তুমিও দেখি, আছো--
আমার,
সত্ত্বা-টুকু জুড়ে।

Wednesday, August 29, 2007

নতুন কোন খেলা

আমার বুকে শুধু খেলা করে নিরাশার বালিকারা ..... ওরা গুনগুন গান গায়, হাসে খিলখিল করে .... বাকা চাউনিতে আর চতুর হসিতে .... আমার ....

আর হে নিরাশার বালক কেন অপলক চেয়ে থাক ঐ প্রান্ত রেখার দিকে ? ... ঘুম কি ভা্ঙএ নাই সখি ? ়়